TipTuti

আপনার হোস্টিংয়ে লারাভেল প্রজেক্ট ডেপলয় করার সহজ উপায়

লারাভেল প্রজেক্ট ডেপলয় করা অনেকের কাছেই একটি জটিল প্রক্রিয়া মনে হতে পারে।
তবে সঠিক গাইডলাইন মেনে চললে এটি খুবই সহজ।
এই পোস্টে, আমরা ধাপে ধাপে দেখবো কীভাবে আপনি আপনার হোস্টিংয়ে লারাভেল প্রজেক্ট সফলভাবে ডেপলয় করতে পারেন।

কেন লারাভেল ডেপলয় গুরুত্বপূর্ণ?

লারাভেল একটি শক্তিশালী PHP ফ্রেমওয়ার্ক, যা দ্রুত এবং যেকোন অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করে।
তবে প্রজেক্ট ডেপলয়ের মাধ্যমে এটি রিয়েল টাইমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়, যা অ্যাপ্লিকেশনটির চেহেরা দেখার বা ব্যবহারের জন্য খুবই প্রয়োজনীয়।

লারাভেল প্রজেক্ট ডেপলয়ের ধাপসমূহ:

১. লারাভেল প্রজেক্ট তৈরি ও রেডি করুন

আপনার প্রজেক্ট ফাইলগুলো রেডি করুন ।

২. হোস্টিং প্ল্যাটফর্ম নির্বাচন করুন

আপনার প্রয়োজন অনুযায়ী একটি ভালো হোস্টিং প্ল্যাটফর্ম নির্বাচন করুন। উদাহরণস্বরূপ:

  • Shared Hosting
  • VPS

৩. ফাইল আপলোড করুন

ফাইল ম্যানেজার বা FTP ক্লায়েন্ট ব্যবহার করে আপনার লারাভেল প্রজেক্টের ফাইলগুলো হোস্টিংয়ে আপলোড করুন।

আপলোড করার জন্য আপনার হোস্টিং প্ল্যাটফর্ম এর ফাইল ম্যানেজার ওপেন করে, আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার এ গিয়ে আপনার প্রজেক্ট জিপ ফাইলটি আপলোড করুন!

আপলোড হয়ে গেলে ফাইলটি আনজিপ করে নিন!

ড্যাটাবেইজ এড করার নিয়ম:
প্রজেক্টের সাথে আপনি ড্যাটাবেইজ ফাইলটি পেয়ে যাবেন! ড্যাটাবেইজটি .sql এক্সটেনশনে থাকবে!

১.  আপনার হোস্টিং থেকে একটা ড্যাটাবেইজ তৈরি করে নিন


২. তারপর আপনার তৈরি করা ড্যাটাবেইজের phpMyAdmin প্যানেলে চলে যান এবং আপনার ড্যাটাবেইজের ফাইলটি আপলোড করে দিন



এবার আপনার প্রজেক্টে ড্যাটাবেইজ টা কানেক্ট করার জন্য, আপনার প্রজেক্ট ফাইলে চলে যান!
এবং প্রজেক্ট এর রুটে দেখবেন .env একটা ফাইল আছে, সেটা ওপেন করুন!

ওপেন করা হয়ে গেলে এই লাইন গুলো আপনার তৈরি ড্যাটাবেইজ এর ইনফো গুলো দিয়ে চেঞ্জ করে দিন এবং ফাইলটি সেইভ করুন!



পরিশেষে আপনার ওয়েব সাইটটি রিলোড দিন এবং দেখুন সাইটটি ওপেন হচ্ছে নাকি সঠিক ভাবে!
যদি কোন সমস্যা ফেস করেন, আপনার সমস্যা নিয়ে আমার উদ্দেশ্যে মন্তব্যের ঘরে লিখুন!

Comments

Back